পিরোজপুরের কচা নদীতে আটকে পড়া ১৫ যাত্রীকে উদ্ধার করে ইন্দুরকানি থানার একটি দল। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে কচা নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ১৫ যাত্রীকে উদ্ধার করেছে পিরোজপুরের ইন্দুরকানি থানা-পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মিজানুর রহমান নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, তিনিসহ মোট ১৫ যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পিরোজপুর সদর থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। পথে কচা নদীর ইন্দুরকানি থানাধীন খালগোয়া কালাইয়া ঘাটের কাছাকাছি তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকার মাঝি অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। তাদের নৌকাটি নদীতে ভাসমান অবস্থায় থাকায় উদ্ধার করার অনুরোধ জানান।

তাৎক্ষণিকভাবে পিরোজপুরের ইন্দুরকানি থানায় বিষয়টি জানান ৯৯৯ নম্বরের অপারেটর।

খবর পেয়ে ইন্দুরকানি থানার একটি উদ্ধারকারী দল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটকে পড়া ১৫ যাত্রীকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।