জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মাগুরা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে মাদারীপুর থানা-পুলিশ।

রোববার (২৮ আগস্ট) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার (২৭ আগস্ট) মাগুরা সদর থানা এলাকা থেকে ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি জানান, তাঁর ঢাকা মেট্রো গ ২১-৪৯৪৮ নম্বরের সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার প্রাইভেট কার রাতের কোনো এক সময়ে গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। গাড়িতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন, গাড়িটি মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে চলমান। তাৎক্ষণিকভাবে বিষয়টি মাদারীপুর সদর থানা-পুলিশকে জানায় জাতীয় জরুরি সেবার অপারেটর।

উদ্ধার করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

মাদারীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারীপুর থানা-পুলিশ। এ সময় আড়িয়াল খাঁ ফিলিং স্টেশনের পাশের রাস্তা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর গাড়ি রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।