বগুড়ায় জব্দ করা ৯৯ কেজি ওজনের বিষ্ণু মূর্তি। ছবি: বগুড়া জেলা পুলিশ

বগুড়া জেলা ডিবির একটি দল শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৯৯ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর (বিপিএম-সেবা) সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল ওই অভিযান চালায়।

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে বগুড়া জেলার শেরপুর থানাধীন পৌরসভাস্থ টাউন বারোয়ারী তিন রাস্তার মোড় মিতালী মিউজিক হাউজ এর সামনে পাকা রাস্তার উপর বিবির দলটি অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৯৯ কেজি ওজনের বিষ্ণু মুর্তিসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর খ এর ১(ক) ধারায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত বিষ্ণু মুর্তিটি বগুড়া জেলার জুয়েলার্স মালিক সমিতি প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা করে কষ্টি পাথরের মূর্তি বলে সনাক্ত করেছে। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।