চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের তিন নদীর মোহনা এবং বহরিয়া এলাকার আশপাশের মেঘনায় এই অভিযান চালায় চাঁদপুর নৌ থানা পুলিশ। খবর কালের কণ্ঠের।

অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম। তিনি জানান, নদীতে একদল জেলে নির্বিচারে মাছের পোনা ধ্বংসকারী কারেন্ট জাল ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে স্পিডবোট ও ট্রলারযোগে এই অভিযান চালানো হয়। এ সময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নদীতে পেতে রাখা তাদের কারেন্ট জাল জব্দ করা হয়।

মুজাহিদুল ইসলাম আরও জানান, এ সময় প্রায় ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রসঙ্গত, এর আগে পৃথক আরও দুটি অভিযান চালিয়ে ৩৩ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।