হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

খাগড়াছড়ির সদর থানায় করা জিডির পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে দুটি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন।

জানা গেছে, ৭ এপিবিএনের খাগড়াছড়ি ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা হারুনের নেতৃত্বে হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়।

পরে এ ইউনিটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলামের নির্দেশনায়
সহকারী পুলিশ সুপার মোস্তফা হারুন (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ১৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৪৫ মিনিটে উদ্ধার করা দুটি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।