পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৪টি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ফয়সাল মিয়া (২৬), মোশারফ (৩৫) ও শরীফ (২৫)।

জেলা পুলিশ জানায়, এর আগে মো. ইয়াছির (১৯) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাঁর দেওয়া জবানবন্দির ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করেন কোতোয়ালি থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

পুলিশ জানায়, কোতোয়ালি থানা এলাকায় আসামি মোশারফের প্রতিষ্ঠান আল-মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ৬টি ভুয়া পাসপোর্ট ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করা হয়। এ ছাড়া মুরাদনগর থানা এলাকায় নকিব ট্রাভেলস নামের প্রতিষ্ঠান থেকে ৮টি পাসপোর্ট ও কাগজপত্রসহ শরীফকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক নাসির উল্যাহ (২৮) কৌশলে পালিয়ে যান।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।