নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ঘড়ি যুক্তরাষ্ট্রের এক নিলামে বিক্রি হয়েছে। ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলারে) বিক্রি হয় ঘড়িটি। খবর যুগান্তরের।

হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ঘড়িতে নাৎসি নেতার নামের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে।

অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতৃত্ব দিয়েছেন ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত। তাঁর শাসনামলে প্রায় ১১ লাখ মানুষ তিনি হত্যা করেছেন বলে ধারণা করা হয়—যার মধ্যে শুধু ইহুদির সংখ্যা ৬০ লাখ।

ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে জার্মানির ফ্যাসিস্ট এ নেতাকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়ে থাকতে পারে। সে বছরে তিনি জার্মানির চ্যান্সেলর হন।