ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের রোটেনডাম বন্দরে ৪ হাজার ১৭৮ কিলোগ্রাম কোকেন জব্দ করেছে পুলিশ।

এ বছর আটক মাদক চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। খবর যুগান্তরের।

দেশটির পুলিশ বলছে, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬২ মিলিয়ন মার্কিন ডলার।

প্যারাগুয়ে থেকে আসা একটি জাহাজের দুটি কনটেইনার তল্লাশি করে রোববার (৩১ অক্টোবর) এসব কোকেন জব্দ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উরুগুয়েতে অন্য আরেকটি জাহাজ থেকে কনটেইনার দুটি নেদারল্যান্ডসগামী ওই জাহাজে তোলা হয়। পর্তুগাল থেকে আমদানি করা সয়াবিনের ব্যাগে ওই মাদক পাচার করা হয়।

নেদারল্যান্ডসের পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা এসব মাদক ধ্বংস করা হয়েছে।