রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি গ্যাসস্টেশনে বিস্ফোরণে ৩৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।

গতকাল সোমবার (১৪ আগস্ট) দাগেস্তানের মাকহাচকালায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।