ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য হিমাচল ও উত্তরাখন্ডে ভারী বৃষ্টি-সংশ্লিষ্ট ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে ঠেকেছে। এর মধ্যে হিমাচলেই ৫১ জনের মৃত্যু হয়েছে।

ভারী বর্ষণে এরই মধ্যে দুই রাজ্যে ভূমিধস হয়েছে। প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। নদীর পানির স্তর বেড়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গতকাল বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে রাজ্যে।

এদিকে প্রতিবেশী উত্তরাখন্ডে বৃষ্টি-সংশ্লিষ্ট ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন। ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন প্রকল্পের টানেলে আটকে পড়া ১১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।