ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আফগান-ইরান সীমান্তে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান মেনে নেওয়া হবে না।

তাজিকিস্তান সফর শেষে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রথম আলোর খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি বলেছেন, ‘যেকোনো সন্ত্রাসী সংগঠন ও আইএসকে আমাদের সীমান্তের পাশে ঘাঁটি গাড়তে এবং সেখান থেকে অন্যান্য দেশ ও অঞ্চলে আঘাত হানতে দেব না।’
রাইসি বলেন, আফগানিস্তানে আইএসের অবস্থান কেবল দেশটির জন্যই বিপজ্জনক নয়, তা এ অঞ্চলের জন্যও বিপজ্জনক।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

তালেবানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ৩১ আগস্ট দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তিকে ভালোভাবে নেয়নি আইএস। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার প্রাক্কালে হামলাও চালিয়েছে আইএস। বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দেশটিতে আরও শক্তিশালী হবে আইএস। সীমান্তে ঘাঁটি গেড়ে বসবে আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠী।

আফগানিস্তানের সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালে তাদের স্বীকৃতি দেয়নি ইরান। যদিও এবারে ইরানের সুর অনেকটাই নরম।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের ভবিষ্যৎ সমাধানে তালেবানকে অবশ্যই অংশ নিতে হবে।