আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি : সংগৃহীত

বিশ্বের প্রায় সব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধিদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন।

এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্বনেতাদের সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা। খবর ঢাকা পোস্টের।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহের কথা জানান। জাতিসংঘের একটি কমিটি এখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবান ইতিমধ্যেই জাতিসংঘে তাদের দূতও নিয়োগ করেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবান বলছে, ক্ষমতাচ্যুত সাবেক আফগান সরকারের প্রতিনিধি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।
গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।