ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

সম্প্রতি আফগানিস্তানের মসনদে বসেছে তালেবান। এতে আফগানদের ওপর ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ জন্য তালেবানের ক্ষমতায় যাওয়াকে ভালো চোখে দেখছে না ভারত। অন্যদিকে, কয়েক মাস পরই ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তালেবানের ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, রোববার সামাজিক প্রতিনিধি সম্মেলনে দেওয়া বক্তব্যে যোগী বলেন, ‘তালেবান যদি ভারতের দিকে আসে, তাহলে তাদের ওপর বিমান হামলার জন্য প্রস্তুত ভারত।’

বিজেপির এই নেতা বলেন, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরও অনেক শক্তিশালী হয়েছে ভারত। কোনো দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না।’

‘তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালেবান জানে, তারা যদি আমাদের দেশের দিকে আসে, তাহলে তাদের ওপর বিমান হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ভারত।’