ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাম্প্রতিক বন্যার পর সাতজন প্রবাসীর মরদেহ পাওয়া গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ জুলাই) জানিয়েছে, মৃতরা সবাই এশিয়া মহাদেশের লোক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

টুইটারে মন্ত্রণালয়টি জানিয়েছে, বন্যায় নিখোঁজ একজন প্রবাসী এশীয়কে মৃত পাওয়ার পর থেকে মৃতের সংখ্যা হালনাগাদ শুরু করেছে তারা।

বৃহস্পতিবার পুরো সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী কাতারে ভারী বৃষ্টি হয়। এতে বহু এলাকায় রাস্তা, ঘরবাড়ি ডুবে যায়। বহু লোক হোটেলে আশ্রয় নিতে বাধ্য হন।

মন্ত্রণালয়টি জানিয়েছে, বন্যায় রাস আল খাইমাহ, শারজাহ ও ফুজাইরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিল্ড ইউনিটগুলো এখনো আমিরাতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পাহাড়ি এলাকা ও উপত্যকাবেষ্টিত ফুজাইরাহে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রবল বৃষ্টিতে ইউএইর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক গাড়ি ভেসে যায়।