বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় লিওনেল মেসি-অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, আর্জেন্টাইন এই সুপারস্টারের ক্যাম্প ন্যু থেকে বিদায় আরও বেশি সুখকর করার দায়িত্বটা তাঁর ওপরই বর্তায়। খবর বাসসের।

গত গ্রীষ্মে ক্লাব কর্তৃপক্ষ চুক্তি নবায়নের বিষয়ে আগ্রহ না দেখালে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করে মেসি ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দেন। মেসি যোগ দেওয়ার পর পিএসজি তাদের হারানো লিগ ওয়ান শিরোপা আবারও খুঁজে পায়।

ইএসপিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘মেসি আমাদের জন্য সবকিছু ছিল। বার্সেলোনার জন্য সম্ভবত সে-ই সর্বকালের সেরা খেলোয়াড়, সবচেয়ে দক্ষ। আমার কাছে তার সঙ্গে শুধু ইয়োহান ক্রুইফের তুলনা করা চলে। কিন্তু একদিন সব শেষ হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘একসময় আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমি এখনো আশা করি, মেসি-অধ্যায় বার্সেলোনায় শেষ হয়ে যায়নি।’