কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দুজন। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ছয় কারবারি ও এক মাদকসেবী গ্রেপ্তার হয়েছেন।

তাঁদের কাছ থেকে ১৮০টি ইয়াবা বড়ি, ১০ বোতল ফেনসিডিল ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারবারিরা হলেন সোনাডাঙ্গা মডেল থানার বড় বয়রা মহিলা কলেজ মোড়ের শেখ রবিউল ইসলাম বাপ্পী (২২), খালিশপুরের কাস্টম হাউস মোড়ের শাহরিয়ার আহম্মেদ ফাহাদ (২৩), আড়ংঘাটা থানার রায়েরমহল মধ্যপাড়ার ওসমান শেখ (২৩), দৌলতপুর থানার আবু সুফিয়ান সড়কের ফয়সাল (১৯), একই থানার বিএল কলেজ রোডের মো. ইমাম ওরফে কানা ইমাম (৩৬), যশোরের বেনাপোল পোর্ট থানার মনিরুল ইসলাম মন্টু (৩৫) এবং দৌলতপুরের হামিদা মঞ্জিল রেলগেটের মো. তারিফ (২৪)।

গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা করা হয়েছে।