ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন নৌকার মাঝি। ছবি : সংগৃহীত

সিলেটের জাফলং জিরো পয়েন্টের পিয়াইন নদে গোসল করতে নেমে ডুবন্ত এক মেডিকেল শিক্ষার্থীকে উদ্ধার করেন এক মাঝি। সেই সাহসিকতার জন্য তাঁকে পুরস্কৃত করেছে ট্যুরিস্ট পুলিশ।

গত রোববার (২৪ জুলাই) পিয়াইন নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যাচ্ছিলেন মেডিকেল কলেজের ওই শিক্ষার্থী। নৌকার মাঝি ঘটনাটি দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন।

বিষয়টি জানতে পেরে ওই মাঝির হাতে পুরস্কার তুলে দেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জ ওসি রতন শেখ।

পুরস্কার পেয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌকার মাঝি।