কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ যুবক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) ও নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপর বরিশালের হিজলা উপজেলা থেকে আসা রাজিব সরদার নামের একজন পর্যটকের সঙ্গে অটোতে বসা নিয়ে ওই যুবকদের বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে মারধর করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার অন্য জেলার হলেও স্থানীয় পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। বর্তমানে ওই পর্যটক হাসপাতালে ভর্তি আছেন।