বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর দলে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চার নতুন মুখসহ ছয় খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। খবর বাসসের।

বিসিবি জানিয়েছে, ইনজুরির কারণে দলে নেওয়া হয়নি দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে।

দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, সৌম্য সরকার ও পেসার রুবেল হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও খেলেননি রুবেল।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা হয়নি লিটন ও সৌম্যের। তাঁদের পরিবর্তে দলে সুযোগ হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, পেসার শহিদুল ইসলাম ও উইকেটরক্ষক আকবর আলীর।

তারুণ্যনির্ভর ১৬ সদস্যের দলে অভিজ্ঞ খেলোয়াড় একজনই। তিনি হলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে দলের ব্যর্থতার পরও অধিনায়কত্ব ধরে রেখেছেন তিনি।

আগামী ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২০ ও ২২ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্টের জন্য চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে ২৬ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে দুই দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও পাকিস্তান। ৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।