জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেএমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: পুলিশ নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা নগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশ নেওয়া অতিথিবৃন্দ। ছবি: পুলিশ নিউজ

সভার শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি: পুলিশ নিউজ

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা সভায় বিশেষ অতিথি ছিলেন।
পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি: পুলিশ নিউজ

অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা জেলা ও মহানগরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।