এসএমপির মাস্টার প্যারেডের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাস্টার প্যারেড রোববার (১০ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

এসএমপি পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত প্যারেডে সালাম গ্রহণ করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম।

প্যারেড কমান্ডার হিসেবে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মো. মনজুরুল আলম এবং সহকারী প্যারেড কমান্ডার হিসেবে পুলিশ লাইনসের আরআই মো. নুরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

এস‌এমপির অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও ২১ জন পরিদর্শক, ২৩ জন উপপরিদর্শক, ১১ জন সহকারী উপপরিদর্শক, ২৫ জন কনস্টেবল, ১৮ জন নারী কনস্টেবল, ১৮ জন ট্রাফিক পুলিশ, ১৩ জন সিটিএসবি, বাদক দলের ২২ জনসহ মোট ১৫৩ জন পুলিশ সদস্য প্যারেডে অংশ নেন।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা পিপিএম, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহা. সোহেল রেজা পিপিএম, উপপুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপপুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি, সিটি অ্যান্ড সিসি) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাহরিয়ার আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।