চাঁদপুর নৌ থানার অভিযানে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: পুলিশ নিউজ

চাঁদপুর নৌ থানার অভিযানে সাড়ে চার লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পাশাপাশি ৭৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় সোমবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে জব্দকৃত ৭৫ কেজি জাটকার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।

জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানের সময় নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী সময়ে তা শনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়।