জুয়া খেলার সময় আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

গাজীপুরে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদি ও মাদকসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ২৭৭ জনকে জরিমানা ও ১১ জনকে কারাদণ্ড দেন।

পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর সদর থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়া পাড়ার নতুনধারা কালচারাল অ্যান্ড অডিটরিয়াম লিমিটেডে অভিযান চালায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের (জিএমপি) নির্দেশে জিএমপির পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ এবং ২৮৮ জন ব্যক্তিকে আটক করা হয়। পাশাপািশ ২১০টি ইয়াবা বড়ি, এক কেজি গাঁজা, ৫ বোতল মদ এবং হুইস্কির চারটি খালি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৭৭ জনকে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করে জরিমানা করেন। ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়াও অবৈধ মাদক জব্দ করার ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।