নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, গত বুধ থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

বেনুর রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে বলেন, মাগবান এলাকায় অভ্যন্তরীণ উদ্বাস্তুদের জন্য স্থাপিত একটি আশ্রয়শিবিরে গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বন্দুকধারীরা এসেই গুলি করা শুরু করে এবং কয়েকজনকে হত্যা করে।

এর আগে গত বুধবার একই রাজ্যের ওতুকপো স্থানীয় সরকার এলাকার দুর্গম গ্রাম উমোগিদিতে এক অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলার সময় সন্দেহভাজন রাখালদের হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী নিহত হন।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, বুধবারের হামলার পর ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে।