রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা পুরো বিশ্বের জন্যই হুমকি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘পশ্চিমের এসব নিষেধাজ্ঞা পুরো বিশ্বের জন্য হুমকি। আমরা এই অর্থনৈতিক আগ্রাসন মোকাবিলা করছি।’

ভ্লাদিভস্তক শহরে ৭ সেপ্টেম্বর (বুধবার) একটি ফোরামে দেওয়া বক্তব্যে এ কথা বলেন পুতিন। এ সময় তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয়রা নিজেদের জীবনযাত্রার মানে ছাড় দিচ্ছে। অন্যদিকে দরিদ্র দেশগুলো পড়েছে খাদ্য সংকটে। ইউক্রেনের শস্য থেকে দরিদ্র দেশগুলোকে বঞ্চিত করছে ইউরোপ।’

জাতিসংঘের মধ্যস্থতায় আগস্টের শুরুতে ইউক্রেন থেকে রপ্তানি পুনরায় শুরু হয়। পুতিনের দাবি, এ সময়ে কেবল দুটি শস্যবাহী জাহাজ আফ্রিকায় গেছে। রপ্তানি বাড়াতে পুতিন চুক্তিটি পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা করতে চান। তবে ইউক্রেন সরকার রুশ প্রেসিডেন্টের আহ্বানকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

পুতিন বলেন, ‘পশ্চিমারা তাদের আচরণ অন্যান্য দেশের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। কীভাবে ইউরোপে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তা বিশ্ব দেখতে পাচ্ছে।’ তিনি বলেন, ‘ডলার, ইউরো ও পাউন্ডের প্রতি মানুষের আস্থা কমছে। আমি নিশ্চিত এতে আমরা কিছু হারাইনি এবং কিছুই হারাব না।’