ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

অবশেষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১ হাজারের বেশি দিন পর সেঞ্চুরি করেছেন তিনি।

২০১৯ সালের ২৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। বৃহস্পতিবার
এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সুপার ফোরে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। খবর বাসসের।

১০৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি কোহলির। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম সেঞ্চুরি তার। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে স্পর্শ করলেন কোহলি।

তিন ফরম্যাট মিলিয়ে ৫৬০ ম্যাচে ৭১টি সেঞ্চুরি করেছেন পন্টিং। ৪৬৮তম ম্যাচেই পন্টিংকে ধরে ফেললেন কোহলি। ৬৬৪ ম্যাচে ১০০টি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডের মালিক ভারতের শচীন টেন্ডুলকার।