পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে অজ্ঞাত সন্ত্রাসীদের দুটি হামলায় ৪৪ জন নিহত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর রোদলফ সোরগো বলেন, গত বৃহস্পতিবার রাতে কোরাকাউ ও টন্ডোবি গ্রামে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ওই সাহেল অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা বেশ সক্রিয়। বেশ কয়েক বছর ধরেই তারা ওই এলাকার বিভিন্ন গ্রাম ও শহরে একের পর এক হামলা চালিয়ে আসছে।

বৃহস্পতিবারের রাতের হামলাগুলো কারা চালিয়েছে, তা স্পষ্ট নয়। শনিবার কর্তৃপক্ষ হামলার দায় ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ ওপর চাপিয়েছে।