ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। রাশিয়ার বাহিনীর হামলায় এখানকার ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে নগর কর্তৃপক্ষ। খবর প্রথম আলোর।

টুইটারে ইউক্রেনের আইনপ্রণেতা লেসিয়া ভাসিলেঙ্কো বলেন, ‘আকাশ থেকে এই শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে।’

লেসিয়া ভাসিলেঙ্কোর ওই টুইটের এক দিন আগেই ১৬ মার্চ দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটারে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। সেখানে তখন সহস্রাধিক মানুষ আশ্রিত ছিল। এ ছাড়া ওই দিন মারিউপোল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের একটি গাড়িবহরে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

নগর কর্তৃপক্ষ বলছে, মারিউপোলে অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তারা আরও দাবি করেছে, প্রতিনিয়ত রাশিয়ার হামলায় শহরটিতে এত মানুষ মারা যাচ্ছে যে বেশির ভাগ মৃতকে গণকবর দেওয়া হচ্ছে।