এপিবিএনের বিট পুলিশিং সভা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের টেকনাফ থানার রোহিঙ্গা উনচিপ্রাং ক্যাম্পে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিট পুলিশিং সভা হয়েছে।

১৫ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ সভা হয়।

বিট পুলিশিং সভায় ক্যাম্পের সিআইসি, ব্যাটালিয়নের সব অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অপারেশন অফিসার, ক্যাম্পের হেডমাঝি, সাব-মাঝি, ভলান্টিয়ারসহ রোহিঙ্গারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গারা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পের ভেতর জঙ্গিবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, বাল্যবিবাহ, ইভ টিজিং, নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসীরা যেন ক্যাম্পে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকাসহ এপিবিএনকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়।