মালদ্বীপের বিপক্ষে গোল করে জামাল ভূঁইয়ার উল্লাস। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের অধিনায়ক হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। অথচ তাঁর নামের পাশে ছিল না কোনো গোল। অবশেষে শ্রীলঙ্কায় ‘প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে’ চার জাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন তিনি। তাঁর দারুণ নৈপুণ্যে টুর্নামেন্টে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে জামাল ভূঁইয়ার দক্ষতায় মালদ্বীপকে ২-১ হারিয়েছে বাংলাদেশ। খবর সমকালের।

জামাল ভূঁইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ উমাইর। শেষ দিকে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল বাংলাদেশ।

সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

প্রসঙ্গত, ১৬ নভেম্বর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।