সিরাজগঞ্জ সদরে পাঁচ বছরের সন্তানকে হত্যার পর তার মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সদর থানার এসআই আবদুল আলিম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চণ্ডিদাসগাতি গ্রাম থেকে হতাহতদের উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

নিহত লিমন কামারখন্দ উপজেলার কোনবাড়ি গ্রামের ইমরুল কায়েস ও লিপি খাতুন দম্পতির সন্তান ছিল।

লিমনের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আর তার মা লিপি খাতুনকে (৩২) একই হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই বলেন, ‘লিপি তাঁর ছেলে লিমনকে নিয়ে চণ্ডিদাসগাতিতে বাবার বাড়িতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় লিমনকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে হত্যা করেন লিপি। এরপর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।’

লিপি খাতুনের মানসিক সমস্যা আছে। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করেন বলে স্থানীয়দের বরাতে জানান আবদুল আলিম।

২০০৭ সালে কামারখন্দ উপজেলার কোনবাড়ি গ্রামের কায়েসের সঙ্গে লিপির বিয়ে হয়। তাঁদের সংসারে ১১ বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে।
এসআই জানান, এ ঘটনায় শিশুটির চাচা ওমর ফারুক বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।