ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

শনিবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিত বলেন, আমি আশা করি সুযোগ পাবে তারা। কারণ তারা মানসম্পন্ন দল এবং তাদের ভালো মানের খেলোয়াড় রয়েছে। আমি সত্যিই মনে করি, আইপিএলে পার্থক্য গড়তে পারবে তারা।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আইপিএলের আসন্ন মৌসুমের ড্রাফটে বাংলাদেশ থেকে ছয়জন খেলোয়াড়ের নাম উঠেছে। তাঁরা হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। এ ছাড়া মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

রোহিত শর্মা বলেন, আইপিএল দলগুলো সম্ভবত এখনও কোনো পরিকল্পনা শুরু করেনি। নিলামের সময় এসব নিয়ে পরিকল্পনা করবে দলগুলো। তবে আমি সত্যিই মনে করি, বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ পাওয়া উচিত।