দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে আরপিএমপি কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। ছবি: আরপিএমপি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রংপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়।

রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের আয়োজনে কর্মসূচিতে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, রাজনীতিক, সংবাদমাধ্যমকর্মী, সাধারণ জনগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কমিশনার সাবিরুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল করিম এবং রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান।