মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষায় যাবে না বাংলাদেশ।

যেকোনো ফরম্যাটের ক্রিকেটে পরাশক্তি ভারতের বিপক্ষে এখন হোয়াইটওয়াশ করার হাতছানি টাইগারদের।

সিরিজের প্রথম দুই ওয়ানডে জয়ের পর তৃতীয় ম্যাচটি এখন গুরুত্বহীন। সিরিজটি আইসিসি ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত না হওয়ায় পয়েন্ট পাওয়ারও কোনো সুযোগ নেই। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার অধিনায়ক লিটন দাস ইঙ্গিত দিয়েছেন যে, ভারতকে কোনো রকম সুযোগ দিতে রাজি নয় তাঁর দল। খবর বাসসের।

লিটন লিখেছেন, ‘মিশন পূরণের জন্য আরও একটি পদক্ষেপ নিতে হবে। এবার কাজের পালা।’

এর মাধ্যমে স্বাগতিক অধিনায়ক এই বার্তা দিয়ে দিয়েছেন যে, আগামীকাল চট্টগ্রামের ওয়ানডে ম্যাচের প্রতি পুরোপুরি মনোযোগী তাঁর দল।

লিটন পরিষ্কার করেছেন, পূর্ণশক্তির দল নিয়েই কাল মাঠে প্রবেশ করবে স্বাগতিকেরা। ফলে সাইড বেঞ্চে থাকা ক্রিকেটারদের একাদশে ফেরার কোনো সুযোগ থাকছে না।