ইরানের বিক্ষোভকারী ও রাশিয়াকে দেওয়া ইরানের ড্রোন। ছবি: সংগৃহীত

রাশিয়াকে ড্রোন সরবরাহ এবং মাহসা আমিনির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ দমনে অভিযান পরিচালনাকে কেন্দ্র করে ইইউ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপীয় কূটনীতিকেরা শুক্রবার এ কথা জানান। খবর বাসসের।

কূটনীতিকেরা বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর ব্যবহার করা ড্রোন তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত আটজনের মতো ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আরোপ করা হবে।

কর্মকর্তারা জানান, বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত আরও ২০ ব্যক্তি ও একটি সংস্থাকে সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার কালো তালিকায় যুক্ত করা হবে। সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।

ইইউ ইতিমধ্যে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ও দুটি ড্রোন নির্মাতাসহ আট কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এরই মধ্যে বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের সঙ্গে যুক্ত তেহরানের নৈতিক পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রেস টিভির ৪০টির বেশি নাম কালো তালিকাভুক্ত করা হয়েছে।