টেকনাফে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলি, চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় বাঙালি মজিবুর রহমানকে (২৫) এক লিটার চোলাই মদসহ আটক করে। পরে মজিবুরের দেওয়া তথ্য অনুযায়ী নয়াপাড়া ক্যাম্পের নুরালী পাড়ার সন্ত্রাসী ইমাম হোসেনের বাড়ির বেড়ার পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি গুলিসহ জব্দ করা হয়।

উল্লেখ্য, মজিবুর খালেক গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনায় মজিবুরের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।