জব্দ করা অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গা ডাকাত। ছবি: সংগৃহীত

টেকনাফে হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প-২৬ এ অভিযান চালিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

অভিযানে বন্দুক, অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

১৬-এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৬-এপিবিএনের আওতাধীন টেকনাফ থানা এলাকার সাতটি রোহিঙ্গা ক্যাম্পে দিনে ও রাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে শুক্রবার (২৪ জুন) ভোরে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, ক্যাম্প-২৬ (শালবাগান) এর এ/১০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে একদল ডাকাত অস্ত্রসহ সমবেত হয়েছেন।

এমন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের কর্মকর্তা ও ফোর্স ওই ব্লকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন, ২৫ বছরের জোবাইর ও ৩০ বছরের সৈয়দ নুর প্রকাশ ওরফে বড় সৈয়দ নুর। উভয়ই ক্যাম্প-২৬ (শালবাগান)-এ বসি করেন।

১৬-এপিবিএনের অধিনায়ক বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি কার্তুজ ও একটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে।