বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। এবারের বর্ষসেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার।

তাঁরা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। খবর সমকালের।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বর্ষসেরা একাদশ ঘোষণা করে আইসিসি।

বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজম। তাঁর সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান। বাংলাদেশের তিনজন ছাড়াও দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল

পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম, ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।