বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের কারণ হিসেবে দলের তিন সিনিয়র সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ‘মন্থর ব্যাটিং’ দায়ী বলে মনে করছেন অনেকেই। বোর্ড সভাপতিও হারের পেছনে তাঁদেরই দায়ী করছেন।
অপরদিকে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন, ‘চ্যাম্পিয়ন’ এই খেলোয়াড়েরা দ্রুতই বড় কিছু করবেন। খবর দ্য ডেইলি স্টারের।

সংবাদ সম্মেলনে এসে কোচ ডমিঙ্গো জানালেন, এই খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর।

তিনি বলেন, ‘আপনি বলতে পারেন না তাঁদের দায়। তাঁরা বিশ্বমানের খেলোয়াড়। তাঁরা জানেন, যেমন খেলেছেন, সেটা তাঁদের মান নয়। তাঁরা বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাঁদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। মাত্র ক’মাস আগেই রিয়াদ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন। প্রস্তুতি ম্যাচগুলো না খেলায় তিনি একটু জড়তায় ভুগেছেন। কিন্তু সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি না।’

বোর্ড সভাপতির মন্তব্যও কোচের নজরে আনা হলে তিনি জানান, দলের ভেতরে থেকে খেলোয়াড়দের সমালোচনা করবেন না।

ডমিঙ্গো বলেন, ‘সভাপতির কথা নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি। সবারই ব্যক্তিগত মত আছে। আমি কোনো খেলোয়াড়ের সমালোচনা করব না। আমার পুরো বিশ্বাস তাঁদের ওপর আছে। দলের বাইরে কী হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে। আমার ফোকাস দলের ওপর। কালকের জন্য শতভাগ প্রচেষ্টা নিশ্চিত করতে চাই।’