সোকোটো রাজ্যের একটি বাজারের ফটক। ছবি: রয়টার্স

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার (১৮ অক্টোবর) রাজ্যটির গভর্নরের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল জানিয়েছেন, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা বলেন, গোরোনিও জেনারেল হাসপাতালের মরচুয়ারিতে ৬০টি লাশ ছিল, আর অন্যরা পালানোর সময় আহত হলেও বেঁচে গেছে।

তিনি জানান, হামলাকারীরা চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি শুরু করে। হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

গত কয়েক বছরে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অনেক লোককে হত্যা করেছে এবং মুক্তিপণের জন্য শত শত মানুষকে অপহরণ করেছে। সেপ্টেম্বরের প্রথম দিকে পুরো জামফারা রাজ্যে সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে রাখার নির্দেশ দেয় সরকার। এরপর কাটসিনা, সোকোটো ও কাদুনা রাজ্যে সামরিক অভিযান জোরদার হলে রাজ্যগুলোর কয়েকটি অংশেও একই নির্দেশনা জারি করে সরকার।

গত সপ্তাহে নাইজেরিয়ার সামরিক বাহিনীর প্রধান বলেছিলেন, দস্যুদের দমনে টেলিযোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্তটি সশস্ত্র বাহিনীর সহায়ক হওয়ায় এটি বজায় রাখা হবে।