প্রায় ১৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ফ্রান্স। ছবি: সংগৃহীত

চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টাকালে ফ্রান্স প্রায় ১৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয়। খবর বাসসের।

কর্তৃপক্ষ এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, শনিবার নৌ টহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরও ৫০ জনকে উদ্ধার করে। এ ছাড়া ফ্রান্সের আধা সামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরও ২৯ জনকে উদ্ধারে সক্ষম হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

হাতে বানানো নৌকা নিয়ে বিপজ্জনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দিন দিন বাড়ছে। কর্তৃপক্ষ নিরপত্তা জোরদারে করে তা ঠেকানোরও চেষ্টা করছে।