কেএমপিতে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনসের ড্রিলশেডে স্ট্র্যাটেজিক প্ল্যান ও জেন্ডার রেসপনসিভ পুলিশিং নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক।

রোববার বেলা ৩টা ৫ মিনিটে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি ছিলেন স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম বিপিএম। এতে সভাপতিত্ব করেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছাম্মৎ তাসলিমা খাতুন।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা, উপকমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, উপকমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমসহ অনেকে।