ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সাত মাস হতে চলল। এই অবস্থায় এসে দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুগানস্ক নিজের অংশ করে নিতে গণভোটের ঘোষণা দিয়েছে রাশিয়া। অঞ্চল দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ওই গণভোটের ঘোষণা আসে। এর আগে একই দিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশপন্থী কর্মকর্তারা ঘোষণা দেন, তাঁরাও গণভোটের কথা ভাবছেন। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশপন্থী কর্মকর্তারাও একই কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে লেখা এক পোস্টে দোনেৎস্ক অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পুশিলিন মঙ্গলবার দ্রুত গণভোটের আয়োজন করার অনুরোধ জানান। এর পরপরই ঘোষণাটি আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গণভোট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। ভোটে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হবে, তারা রাশিয়ার অংশ হতে চায় কি না।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার প্রধান মঙ্গলবার বলেছেন, দোনেৎস্ক ও লুগানস্ক গণভোট দিয়ে যদি রাশিয়ার অংশ হতে চায়, তাহলে তাঁর পরিষদ তা অনুমোদন করবে।