করোনাভাইরাসের মহামারির মধ্যে কেটে গেছে দুটি বছর। ২০২১ সালের শেষদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের আবির্ভাবের পর এই মহামারি আবার চোখ রাঙাতে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই অবস্থায় আশঙ্কা তৈরি হয়েছে, ২০২২ সালকেও গ্রাস করবে না তো এই মহামারি। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী মে মাসেই শেষ হতে পারে করোনা মহামারি।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এক সাক্ষাৎকারে মহামারি বিশেষজ্ঞ ও রাশিয়ার সাবেক প্রধান স্যানিটারি ডাক্তার গেনাডি ওনিশ্চেঙ্কো বলেছেন, করোনভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও টিকাদানের ফলে ২০২২ সালের মে মাসের মধ্যে এই মহামারি শেষ হয়ে যেতে পারে। মে মাস আসতে এখনো অনেক বাকি। এখন যা করা প্রয়োজন, তা করা হলে এই মহামারি নিয়ন্ত্রণে চলে আসতে পারে।

এই বিশেষজ্ঞ মনে করেন, টিকা চলে এসেছে এবং তা ‍পুরোদমে প্রয়োগও করা হচ্ছে। কাজেই করোনাভাইরাসকে ভয় পাওয়ার কিংবা লকডাউন বা বিধিনিষেধ আরোপ করে কার্যবক্রম থামিয়ে দেওয়ার কোনো কারণ নেই। তিনি টিকা কার্যবক্রমে ব্যাপক জোর দেওয়ার ওপরই গুরুত্বারোপ করেছেন।