ফ্রান্স থেকে গত বছর রেকর্ড ২৮ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এই অভিবাসনপ্রত্যাশীরা সে দেশে গেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা পিএ এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ। আবহাওয়া অনুকূল থাকায় গত নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছে। শুধুমাত্র ১১ নভেম্বরই চ্যানেলটি পাড়ি দিয়েছে ১ হাজার ১৮৫ জন, যা সাম্প্রতিক ইতিহাসে রেকর্ড।

এদিকে ইউরোপের মূল ভূখন্ড থেকে বিপুল সংখ্যায় অভিবাসনপ্রত্যাশীর যুক্তরাজ্যে যাওয়া নিয়ে সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিরোধীতা তাঁর নীতির সমালোচনা করছেন। এ ছাড়া এ নিয়ে ফ্রান্সের সঙ্গেও যুক্তরাজ্যের টানাপোড়েন চলছে।