রজার ফেদেরার। ছবি : সংগৃহীত

হাঁটুর চোটে তিন বছর ধরেই ভুগছেন। অধিকাংশ সময় থাকতে হচ্ছে কোর্টের বাইরে। এমন অবস্থায় অবসরের ঘোষণা দিলেন ৪১ বছর বয়সী সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরার। লেভার কাপ দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানাবেন তিনি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দেন ফেদেরার। খবর দ্য ডেইলি স্টারের।

আগামী সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এই আসরের পর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে।

বিদায়ী বার্তায় ফেদেরার বলেন, ‘আপনারা অনেকেই জানেন যে গত তিন বছরে আমাকে চোট ও অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি পুরোপুরি প্রতিযোগিতামূলক রূপে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। তবে আমি আমার শারীরিক ক্ষমতা ও সীমা জানি। আর ইদানীং সেটার বার্তা আমার কাছে স্পষ্ট হয়েছে। আমার বয়স ৪১ বছর।

‘আমি ২৪ বছরের বেশি সময়ে ১৫০০টির বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে দুহাত ভরে উপহার দিয়েছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি এবং এখন আমাকে বুঝতে হবে যে আমার প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষ করার সময় কখন। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ হবে আমার শেষ এটিপি আসর। আমি অবশ্যই ভবিষ্যতে আরও টেনিস খেলব। তবে তা গ্র্যান্ড স্লাম বা কোনো প্রতিযোগিতায় নয়।’