মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্ট খেলবেন না। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়ে এ ফরম্যাটে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়ক। খবর বাসসের।

গত জুলাইয়ে হারারেতে ক্যারিয়ারের ৫০তম ও সর্বশেষ টেস্ট খেলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসে অনবদ্য ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। সেটি ছিল মাহমুদউল্লাহর পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

তাঁর ব্যাটিং দৃঢ়তায় ২২০ রানের বড় ব্যবধানে টেস্টটি জিতেছিল বাংলাদেশ। ম্যাচে সেরাও হয়েছিলেন মাহমুদউল্লাহ।

জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার পর ড্রেসিংরুমে সতীর্থদের মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। যদিও দিনের খেলা শেষে এ বিষয়ে কথা বলেননি তিনি। তবে টেস্টের শেষ দিনে সতীর্থদের কাছ থেকে পাওয়া গার্ড অব অনার থেকেই মাহমুদউল্লাহর অবসর মোটামুটি নিশ্চিত হয়েছিল।

টেস্টে ৩৩ দশমিক ৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান ও ৪৩ উইকেট নেন মাহমুদউল্লাহ। লঙ্গার ভার্সনে বাংলাদেশকে ছয় টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।
অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেন, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন খেলেছি, সেটি ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সব সময়ই আরও ভালো কথা ভেবেছি এবং আমি বিশ্বাস করি, এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’