পাকিস্তানে সম্প্রতি ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গু, ম্যালেরিয়া হানা দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

গত জুনের মাঝামাঝি সময় থেকে বন্যার কবলে পড়ে পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিভিন্ন জায়গায় এখনো চলছে উদ্ধার অভিযান। এর মধ্যেই ডেঙ্গু, ম্যালেরিয়া সংক্রমণের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

পাকিস্তানের অনেক এলাকায় এখনো পানি জমা। এর পাশেই বাস্তুচ্যুত মানুষ বাস করছে। ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জ্বরে মানুষও মারা যাচ্ছেন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন। এখন পর্যন্ত মারা গেছে অন্তত নয়জন।

পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আবদুল গফুর শোরো বলেন, ‘সিন্ধু প্রদেশের সার্বিক অবস্থা খুবই খারাপ। আমরা গোটা প্রদেশে মেডিকেল ক্যাম্প স্থাপনের ব্যবস্থা করছি। বেশির ভাগ রোগীই ডেঙ্গুতে আক্রান্ত। এর পরই আছে ম্যালেরিয়া রোগী।’

পুরো প্রদেশে ডেঙ্গুর ভয়াবহতার মাত্রা একই। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। গবেষণাগারে নমুনা পরীক্ষায় প্রায় ৮০ শতাংশেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে জানান গফুর।