সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা বক্তব্য দেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিএমপির পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে এই সভা হয়।

সিএমপি অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : সিএমপি

সভায় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জানান। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশি সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

সভায় গত মাসের পারফরমেন্সের ভিত্তিতে মাদক, অস্ত্র ও চোরাই মালামাল জব্দ, ক্লুলেস মামলার তদন্তে আসামি গ্রেপ্তার ইত্যাদি ভালো কাজের স্বীকৃতিতে ১৮ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন— সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ সব থানার অফিসার ইনচার্জগণ।