আফগানিস্তানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জনাথন ট্রট। ছবি: সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার জনাথন ট্রট।

ইংলিশ গ্রাহাম থর্পের জায়গায় কোচ হিসেবে ট্রটকে বেছে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

অসুস্থতার কারণে আফগানদের কোচের দায়িত্ব নিয়েও তা পালন করতে পারেননি থর্প। খবর বাসসের।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ কোনো দলের দায়িত্ব নিলেন ট্রট। আগামী আগস্টে আয়ারল্যান্ড সফর দিয়ে আফগানদের হয়ে কাজ শুরু করবেন তিনি।

বেশ কয়েকবারই ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ট্রট। এ ছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শক ছিলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৯টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিতে ৪৪ গড়ে ৩ হাজার ৮৩৫ রান করেন ট্রট। এ ছাড়া ইংলিশদের হয়ে ৬৮টি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ২ হাজার ৮১৯ রান ও টি-টোয়েন্টিতে ১৩৮ রান করেন ট্রট।

২০১৫ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ট্রট। আর ২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ের সঙ্গেই যুক্ত হন তিনি।